যশোরে বেজপাড়ায় হামলার ঘটনায় মামলা  

যশোর প্রতিনিধি
যশোর শহরের বেজপাড়া এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে বাঁধা দেয়া ও প্রতিবাদ করার জের ধরে বিপ্লব হোসেন নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে পিটিয়ে জখম করে নগদ ১৫ হাজার টাকা কেড়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
গত সোমবার রাতে মামলাটি করেন যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় বিপ্লব হোসেনের স্ত্রী কান্তা ইসলাম। মামলায় আসামী করা হয়েছে,একই এলাকার বাসিন্দা মৃত আহম্মদ আলীর ছেলে সাহিদুর রহমান,বেজপাড়া সাদেক দারোগার মোড় মৃত মনিরুল ইসলামের ছেলে আরিফ হোসেন, বেজপাড়া বনানী রোড মৃত আহম্মদ আলীর ছেলে তুহিন হোসেন, একই এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে মঈন, আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদের ছেলে আনিছুজ্জামান আনিছ ও সহোদর আশিকুজ্জামান ওরফে অনিকসহ অজ্ঞাতনামা ৪/৫জন