যশোর প্রতিনিধি
বাংলাদেশ বেতারের মহাপরিচালক আম্মদ কামরুজ্জামানকে যশোরের কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার জোহর নামাজবাদ যশোরের পোস্ট অফিস পাড়া মসজিদ চত্বরে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।। তথ্য ও সম্প্রচার মন্ত্রী,তথ্য সচিব ও বাংলাদেশ বেতারের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ এরফান,খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্যসহ বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা।
এর আগে সকালে তার মৃতদেহ পোস্ট অফিসপাড়াস্থ বাসার সামনে আনা হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাকে শেষবারের জন্য দেখার জন্য ভীড় করেন স্বজনরা। আম্মদ কামরুজ্জামান ১৯৬৩ সালে ১ লা জানুয়ারি জন্ম গ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি এস এস সিতে মেধা তালিকায় ৬ষ্ট এবং এইচএসসিতে ৪র্থ স্থান অধিকার করেন। ১৯৮৭ সালে তিনি ৭ম সিভিল সার্ভিস ক্যাডারে যোগ দেন।