যশোর প্রতিনিধি
গাঁজা বেচাকেনার অভিযোগে দু’জন বহনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের বাঘারপাড়া উপজেলার কয়েলখালী পশ্চিমপাড়ার (সামাদ মহুরীর বাড়ির উত্তর পাশে) মৃত গোলাম সরোয়ার বিশ^াসের ছেলে ইকবাল হোসেন ও যশোর শহরের কাঠেরপুল এলাকার মোহর আলীর ছেলে আমির হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে,বুধবার গভীর রাত ১২ টার পর শহরের কাঠেরপুল ব্রীজের উপরে গাঁজা বেচাকেনার সময় আমির হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১শ’ গ্রাম ওজনের পুরিয়া আকারে থাকা গাঁজা উদ্ধার করে। অপরদিকে,সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে শহরের বারান্দীপাড়া ২নং ওয়ার্ড কদমতলা তপুদের বাসা এর সামনে রাস্তার বিপরীত পাশে ফুটপাতে গাঁজা বেচাকেনার সময় ইকবাল হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছে পুরিয় করে থাকা ১শ’ ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে