মেহেরপুর প্রতিনিধি: গর্ভপাতের পর গুরুতর অসুস্থ প্রেমিকাকে হাসপাতালে রেখে পালিয়ে যান কামাল হোসেন নামের এক যুবক।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে মেহেরপুর মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে গর্ভপাতের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে ওই তরুণীকে রেখে পালিয়ে যান তিনি।
অভিযুক্ত কামাল হোসেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কাঠমিস্ত্র৷
পুলিশ ও ভুক্তভোগী তরুণীর পরিবার সূত্র জানায়, কাঠমিস্ত্রি কামাল হোসেনের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক হয়। বিয়ের প্রলোভনে দৈহিক মেলামেশায় ওই তরুণী গর্ভবতী হয়ে পড়েন। বৃহস্পতিবার দুপুরে কৌশলে তরুণীকে মেহেরপুর মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে অবৈধ গর্ভপাত ঘটান। এতে প্রচুর রক্তক্ষরণে তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যান কামাল হোসেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ গর্ভপাত ঘটানো তরুণীকে মৃত বাচ্চাসহ তাড়িয়ে দেয়।
নিরুপায় হয়ে ওই তরুণী মৃত বাচ্চাকে নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে কামাল হোসেনের বাড়িতে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ বাচ্চাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে অসুস্থ ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করায়।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নিয়ে ওই ডায়াগনস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।