যশোর প্রতিনিধি _
সাইবার অপরাধের কবলে পড়ে প্রতারিতদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন, নগদ অর্থ ও অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফেরত দিয়েছে যশোর জেলা পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই হস্তান্তর অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। তিনি ভুক্তভোগীদের হাতে মোবাইল ও অর্থ তুলে দেন।
পুলিশ জানায়, গত জুন ও জুলাই মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি (LIC) যৌথভাবে অভিযান চালিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৫২টি মোবাইল ফোন, ৮টি ইমো আইডি, ১৫টি হোয়াটসঅ্যাপ আইডি এবং নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করে। এ ছাড়া চিহ্নিত করা হয় ২৫ জন ভুক্তভোগীকে।
অভিযানে চারজনকে অস্ত্রসহ আটক করা হয়। পাশাপাশি মূল প্রতারককে শনাক্ত করে তার কাছ থেকে আরও ৮০ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং ৪ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন,প্রযুক্তির এই যুগে একটু অসাবধানতাই বড় ক্ষতির কারণ হতে পারে। তাই মোবাইল ও অনলাইন অ্যাপ ব্যবহার করতে সবাইকে আরও সচেতন হতে হবে। প্রতারণামূলক লেনদেন বা সন্দেহজনক কিছু ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।