বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় দেশব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে দুর্ঘটনাস্থলের সেই ভিডিও। এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে বিনোদন জগতেও। সবাই এ দুর্ঘটনায় শোক প্রকাশ করছেন। বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে শোক জানিয়েছেন। এর মধ্যে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন— ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও মর্মাহত। সবার জন্য প্রার্থনা করছি।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর কিছুসময় পরই এটি বিধ্বস্ত হয়। বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করে।
ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রায় অর্ধশত মানুষকে জাতীয় বার্ন ইউনিৃটে ভর্তি করা হয়েছে।