যশোর অভয়নগরে বোমা হামলার প্রতিবাদে নৌবন্দরর ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট ও মানববন্ধন 

Share

যশোর  প্রতিনিধি _
দেশের শীর্ষস্থানীয় নওয়াপাড়া শিল্পগ্রুপের প্রধান কার্যালয়ে পেট্টালবোমা হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। আজ রবিবার সকাল থেকে যশোরের নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করে।
নওয়াপাড়া বন্দর ট্রাক ট্রান্সপোট সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও আমদানিকারক, রপ্তানিকারক, প্রতিষ্বিঠানের কর্মকর্তা কর্মচারীসহ ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিকেরা অংশ নেয়।
মানববন্ধনেবক্তরা বলেন, দুই যুগের বেশি সময় দেশের অন্যতম শিল্পগ্রুপ নওয়াপাড়া ব্যবসা করছে। দেশের আমদানি রপ্তানিতে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। গত শুক্রবার ভোর রাতে দুর্বৃত্তরা যশোরে নওয়াপাড়া বাজারে অবস্থিত প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এই হামলা পূর্বকল্পিত।
হামলার মূল উদ্দেশ্য নওয়াপাড়াতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করা। নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, নওয়াপাড়া গ্রুপে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এ গ্রুপের উপর যেকোনো হামলা শ্রমিক, ব্যবসায়ী আমদানিকারকরা প্রতিহত করবে। মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জড়িতদের আটক করার দাবি জানানো হয়। অন্যথায় অনিদিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করে নওয়াপাড়া অচল করে দেওয়ার হুশিয়ারি দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
নওয়াপাড়া ট্রান্সপোর্ট সমিতির সভাপতি
কাজী গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি রেজাউল হোসেন বিশ্বাস, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, সিনিয়র সহ সভাপতি মাহামুদুল হাসান লিপু, থানা বিএনপির সহ সভাপতি শেখ আসাদুল্লাহ আসাদ, সেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান মোল্লা, ব্যব্যবসায়ী মোঃ আসাদুর রহমান আসাদ, প্রমুখ।

Read more