আহলে হাদিস-এর ত্রিবার্ষিক কাউন্সিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Share

যশোর প্রতিনিধি _
যশোর জেলা জমঈয়তে আহলে হাদিস-এর ত্রিবার্ষিক কাউন্সিল ও সুধী সমাবেশ ২০২৫ উপলক্ষে দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যশোর শহরের বকচর তাতিপাড়া রোডস্থ আহলে হাদিস মসজিদ প্রাঙ্গণে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা জমঈয়তের সভাপতি অধ্যাপক আহম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস-এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মোঃ আসাদুল ইসলাম,
কার্যনির্বাহী পরিষদের সদস্য শাইখ ড. মোজাফফর বিন মুহসিন,শুব্বান বিভাগের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি শায়েখ তানজিল আহমেদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা ইকবাল হোসেন, মোঃ গোলাম রহমান, শায়েখ আব্দুর রশিদ প্রমুখ ধর্মীয় ও বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ।
সমাবেশে যশোর জেলা জমঈয়তের সেক্রেটারি মোঃ মোরশেদ আলম একটি বিস্তারিত সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে বিগত তিন বছরে সংগঠনের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
দীর্ঘ আলোচনা ও মতবিনিময়েরপর কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট যশোর জেলা কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন অধ্যাপক আহম্মদ আলী এবং সেক্রেটারি পদে মোঃ মোরশেদ আলম।
পুরো কাউন্সিল ও সুধী সমাবেশের অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে দেশব্যাপী আহলে হাদিস আন্দোলনের ঐক্য, সংগঠন ও সমাজ উন্নয়ন ও সহি মানহাজ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা দাওয়াতি কাজকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং ভবিষ্যতে ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Read more