বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উপলক্ষে  বিএসপির কবিতা পাঠ 

যশোর প্রতিনিধি 
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও বিএসপির ২১৪ তম মাসিক সাহিত্য সভা উপলক্ষে শুক্রবার (৩ জুন) সকালে প্রেসক্লাব যশোরে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, কবি জিএম মুছা এবং কবি ও গবেষক মো. মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, আমির হোসেন মিলন, আহমেদ মাহাবুব ফারুক, কাজী নূর, হোসেন উদ্দিন, জাহিদুল যাদু, রাশিদা আখতার লিলি, সুমন বিশ^াস, মহব্বত আলী মন্টু, অরুণ বর্মণ, অ্যাড. মাহমুদা খানম, রেজাউল করিম রোমেল, শহিদুজ্জামান মিলন, সীমান্ত বসু, সাধন কুমার দাস, নজরুল ইসলাম প্রমুখ।
আগামী ১ জুলাই ২১৫ তম মাসিক সাহিত্য অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।#