যশোর প্রতিনিধি
যশোরে এক গৃহবধূ হত্যা মামলায় হাফিজুর রহমান নামে এক যুবককে ফাঁসির রায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি এম. ইদ্রিস আলী।
তিনি জানান, যশোর সদরের সালতা গ্রামের মিনারুল হত্যা মামলায় এ রায় দিয়েছেন আদালত। মৃত্যুদ-প্রাপ্ত আসামি হাফিজুর রহমান ওসমানপুর গ্রামের চান্দালী মোল্লার ছেলে। নিহত মিনারুল সালতা গ্রামের মৃত সদর আলী মোল্লার ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, দ-প্রাপ্ত হাফিজুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের কৃষিবিভাগে কাজ করতেন। তার ছোটভাই আব্দুল মান্নানের বন্ধু ছিলেন হত্যাকা-ের শিকার মিনারুল। মান্নানের কাছে দর্জির কাছ শিখতে বাড়িতে আসা-যাওয়া করতেন মিনারুল। এক পর্যায়ে হাফিজুরের প্রথম স্ত্রীর সঙ্গে মিনারুলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি হাফিজুরের কাছে ধরা পড়ে। পরে স্ত্রীকে তালাক দিয়ে অন্য নারীকে বিয়ে করেন হাফিজুর।
এরপর ২০১৯ সালের ১৪ আগস্ট রাতে মিনারুলকে ডেকে বাড়ির পাশে বাগানে নিয়ে কে বা কারা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মিনারুলের বড় ভাই আক্তারুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তে নেমে পিবিআই হত্যাকা-ের সঙ্গে হাফিজুরের সংশ্লিষ্টতা পায়। পরে তাকে আটক করে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়। ২৫ আগস্ট আদালতে সোপর্দ করলে হাফিজুর হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। একই বছরের ৭ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেন। ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে বিচারক ওই রায় ঘোষণা করেন।