যশোর প্রতিনিধি _
যশোরের আলাদা ৪টি স্থানে মারামারির ঘটনায় কোতয়ালি থানায় ৪টি মামলা হয়েছে। এই মামলায় মোট ১৫জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের ওয়াজেদ আলী বিশ্বাসের দায়েরকরা মামলার আসামিরা হলো, একই গ্রামের বজলুর রহমান ও দুই ছেলে বখতিয়ার এবং পিয়াল, আজিজুর রহমানের ছেলে রুবেল হোসেন। এদের মধ্যে রুবেলকে আটক করেছে পুলিশ।
এজাহারে ওয়াজেদ আলী উল্লেখ করেছেন, তার ভাই মোশারফ হোসেনের ঘুরুলিয়া বাজারে ইলেক্ট্রনিক্সের দোকান আছে। তার ভাইয়ের সাথে আসামিদের আগে থেকে শত্রুতা চলে আসছিল। গত ১১ জুলাই রাত সোয়া ৮টার দিকে আসামিরা অতর্কিত ভাবে তার ভাইয়ের দোকানে হামলা চালায়।
তাকে মারপিটে জখম করে ক্যাশ বাক্স থেকে ৭৫ হাজার টাকা কেড়ে নেয়। সে সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা একটি হাতুড়ি ও গাছি দা ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।