যশোর প্রতিনিধি
ইয়াবা ও গাঁজা বেচাকেনার সময় পুলিশ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করে ২৫পিস ইয়াবা ও দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বহলনগর গ্রামের অছেল সরদারের ছেলে সুমন হোসেন ও সদর উপজেলার উত্তর ললিতাদহ গ্রামের মৃত তাইজেল মৃধার ছেলে তরিকুল ইসলাম ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এক এএসআই মঙ্গলবার ১৬ মে রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার বেলেডাঙ্গা গ্রামের জনৈক ফসিয়ার রহমান বিশ^াসের লিচু বাগানের সামনে ্েরথকে তরিকুল ইসলামকে ২৫পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে, ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বহলনগর গ্রামের দাউদ আলী এর চায়ের দোকানের সামনে থেকে সুমন হোসেনকে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।#