নবনিযুক্ত অধ্যক্ষকে বরণ করল যশোর এমএম কলেজ শিক্ষক পরিষদ

Share

যশোর প্রতিনিধি _
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ৪২তম অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। মঙ্গলবার সকালে কলেজের শিক্ষক লাউঞ্জে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে কলেজ শিক্ষক পরিষদ। ফুল দিয়ে অধ্যক্ষকে বরণ করেন শিক্ষকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আখতার হোসেন। এছাড়াও শিক্ষক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সকল বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এর আগে সরকারি তিতুমীর কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ১৯টি বিভাগের শিক্ষকরা পর্যায়ক্রমে ফুল দিয়ে নবনিযুক্ত অধ্যক্ষকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ ড. মিজানুর রহমানের কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ও এম এম কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ মুকুল হায়দার।

Read more