যশোর প্রতিনিধি _
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, থেকে আব্দুর রহিম জাকির ওরফে রাকিব (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসক আটক। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিটি কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক চিকিৎসক যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবুর রহমানের ছেলে।
হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোহেল রানা জানায়,আব্দুর রহিম রাকিব নামে একজন
ডাক্তারদের ব্যবহৃত সাদা এপ্রোন পরে নিজেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিয়ে যশোর শহরের পুরাতন কসবা কাঠালতলা এলাকার মজনুর মেয়ে সানজিদা (৩৬) এর নিকট থেকে টেস্ট করিয়ে দিবে বলে পাঁচ শত টাকা হাতিয়ে নেয়। বিষয়টি ওই সময় হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্যর দৃষ্টিগোচর হয়। ওই সময়ে ভুয়া ইন্টার্ন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করলে তার ভুয়া পরিচয় পুলিশ সদস্যর নিকট প্রকাশিত হয়। পরবর্তীতে পুলিশ সদস্য তাকে আটক করেন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হোসাইন সাফায়েতের কাছে নিয়ে যায়। হাসপাতাল তত্ত্বাবধায়ক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদস্যকে জানায়।
পুলিশ সদস্য তখন থানায় খবর দিয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাকে থানায় নিয়ে আসছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হোসাইন সাফায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এবিষয়ে আমরা হাসপাতাল থেকে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।