সিলেটে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা।
সোমবার (৭ জুলাই) বেলা ১১টায় নগরের পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
এতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফলে সিলেটের বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (৬ জুলাই) বিকেলে সিলেট মহানগরের পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্টিত এক মতবিনিময় সভায় এসব কথা জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের আগ্রহে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
খন্দকার আব্দুল মুক্তাদির সন্তোষ প্রকাশ করে বলেন, গত প্রায় সপ্তাহখানেক ধরে যে প্রচারণা চালানো হয়েছে তা যথেষ্ট। আমরা এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অবশ্যই সফল হবে। এরই মধ্যে প্রয়োজনীয় প্রচারণা শেষ। সোমবার বেলা ১১টায় পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হবে।
তিনি বলেন, বৃষ্টির কারণে ৫০ হাজার বা লক্ষাধিক মানুষের সমাগম করা যেতে পারে এমন কোনো খোলামেলা জায়গায় আমরা আলোচনা সভার আয়োজন করতে পারিনি। আমাদের সামনে এ সানরাইজ কমিউনিটি সেন্টার ছাড়া অন্যকোনো সুযোগ ছিল না। তিনি আশাবাদি, এখানেই বিএনপি নেতাকর্মীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা সফল করা সম্ভব।
তিনি আরও বলেন, দোয়া ও আলোচনা সভা শেষে সিলেটের অভিজাত হোটেল স্টার প্যাসিফিকে আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সিলেট জেলার যারা জীবন উৎসর্গ করেছেন—সেই বীর শহীদদের স্মরণে এবং তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষে জেলা বিএনপি এক বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করেছে। বিএনপির মহাসচিবের আগ্রহে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিএনপি মহাসচিবের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও সিলেটের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।