যশোর প্রতিনিধি
পুলিশ আলাদা অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের মণিরামপুর উপজেলার ইত্যা গ্রামের মৃত জহুর আলীর ছেলে আলমগীর হোসেন ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের আব্দুল গাজীর ছেলে মণিরুল গাজী।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি ) পুলিশের এএসআই আশরাফুল ইসলাম জানিয়েছেন, ১১ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৯টায় যশোর শহরে চাঁচড়া রায়পাড়া এলাকার মাদ্রাসা রোডের সজলের বাড়ির সামনে থেকে দেড় কেজি গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে।
অপরদিকে ,কোতয়ালি থানা পুলিশ গত রোববার ১০ এপ্রিল রাত সাড়ে ৮টায় শহরের চুড়িপট্টি এলাকার মুল্লুক চাঁনের বাড়ির ভাড়াটিয়া মনিরুল গাজীকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার ১১ এপ্রিল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।#