যশোর প্রতিনিধি
৮ এপ্রিল শুক্রবার রাতে যশোর শহরের মাইকপট্টিস্থ মোড়ে টাউন হল ময়দানের চায়ের দোকানদার মিলন হোসেন (৩২) কে ছুরিকাঘাতে জখম করার ঘটনায় ৬জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। মিলন হোসেন যশোর শহরের ষষ্টিতলাপাড়ার মসজিদের পেছনের মোহাম্মদ সোহেলের ছেলে। আসামিরা হলো, যশোর শহরের ষষ্টিতলা মসজিদের পিছনে ৬ নং ওয়ার্ড, এর আব্দুল খালেক ও তার ছেলে বাপ্পি হোসেন, আব্দুল খালেকের স্ত্রী মোছাঃ মনি, মনিরুল ইসলামের স্ত্রী সুমি খাতুন , শহিদুল ইসলামের ছেলে সুমন এবং বাবলুর ছেলে রাকিব । এ ঘটনায় পুলিশ মোছাঃ মনি ও সুমন নামে দু’জনকে গ্রেফতার করে শনিবার ৯ এপ্রিল আদালতে সোপর্দ করে।
মিলনের পিতা সোহেল এজাহারে উল্লেখ করেছেন, মিলন টাউনহল ময়দানের পাশে চায়ের দোকানদারি করে। তার সাথে আসামিদের পূর্ব বিরোধ ছিলো। সেই সূত্রে আসামিরা তাকে ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে। ৮ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯টায় মিলন দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে পাইপপট্টি মোড়ে পৌছালে রাত পৌনে ১০টার দিকে আসামিরা তাকে ঘিরে ধরে। এরপর ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয়। সে সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে মিলনকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়