যশোরে বাড়ির রাস্তামুখে আটকায়ে চলাচল বন্ধ করেছে পতিপক্ষরা 

প্রতিনিধি যশোর
যশোরে ফসলি জমির ভিতর দিয়ে ট্রাক্টর নিতে না দেওয়াকে কেন্দ্র করে সরকরী সলিং রাস্তা ঘিরে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে যশোর সদরের কচুয়া ইউনিয়েন ঘোপ পঞ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে।এলাকা বাসি জানায়,স্থানিয় মালেক মোল্যার পুত্র আলী হোসেন শুক্রবার ট্রাক্টর নিয়ে তার জমি চাষ করতে যায়এসময় একই গ্রামের ফজের আলী ফকিরের পুত্র রফিকুল ইসলাম তার পাট ক্ষেতের ভিতর দিয়ে ট্রাক টার নিতে বাধা দেয়।জমি চাষ করতে না পেরে আলী হোসেনের বাড়ীর সংলগ্ন ইটের সলিং( রাস্তা)দিয়ে ঘিরে দেয়।৩ শ ফুটের সলিং রাস্তার ১শ ৫০ ফুটের মাঝে ঘিরে দেওয়ায় প্রায়১শ পরিবারের ৩ শ লোকের চলাচলের বাধা গ্রস্ত হযে পড়ে আছে।স্থানীয় মেম্বর আসলাম হোসেন জানান, বিষয়টি মিমাংসা করে দেয়ার জন্য বলেছে তারা সমাধান করে নেবে বলে জানান এবং রাস্তাটি খুলে দেবে বলেছে।