যশোর প্রতিনিধি
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরে কর্মরতরা গত মার্চ মাসে বিভিন্ন থানায় সাধারণ ডাইরীভূক্ত ৩৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছেন। এ সময়ে ভূলবশত অন্য নাম্বারে চলে যাওয়া ৭জন ব্যক্তির নগদ/ বিকাশের মাধ্যমে চলে যাওয়া ৮৯ হাজার ৪শ’ ৬০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে। এছাড়া,হ্যাকিংকৃত ১৬টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৩জন ভিকটিমকে উদ্ধারে সহায়তা এবং পিপিসি গ্যালারী এ্যাপ ব্যবহার করে যশোরের অভয়নগর উপজেলা এলাকার ২৫জন ভিকটিমের নিকট থেকে প্রতারণা মূলকভাবে ৭২ লাখ টাকা আত্মসাত করেছে। উক্ত ঘটনা সংক্রান্ডে অভয়নগর থানায় মামলা হয়েছে। যার নং ৬,তারিখ ৮/৩/২২ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর এ কর্মরত এসআই সুকল্যাণ বিশ^াস উক্ত ঘটনার সাথে জড়িত ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামের মৃত শফি সরদারের ছেলে নুর মোহাম্মদ, সদর উপজেলার তরফ নওয়াপাড়া স্কুল স্কুল পাড়ার দীন বন্ধু বিশ^াসের ছেলে রিপন কুমার বিশ^াস, নরেন্দ্রপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে আল আমিন, ভেকুটিয়া গ্রামের তৌহিদ আলীর ছেলে আজগার আলী ও বানিয়ারগাতী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নাসিম আল সবুজ। গ্রেফতারকৃতদের দখল হতে ৭টি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য সাইবার ফরেনসিক প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানাগেছে।