যশোর প্রতিনিধি
যশোরের চাঁচড়া এলাকায় মেয়েকে উত্তাক্তের প্রতিবাদ করার বাবার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। বুধবার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, চোরমারা দিঘীর পাড় এলাকার গফফার মিস্ত্রীর ছেলে লিমন হোসেন, চাঁচড়া ইসমাইল কলোনীর ট্যাপ পকেটমারের ছেলে স¤্রাট ও চাঁচড়া ডালমিল এলাকার হেলাল উদ্দিনের ছেলে মনির হোসেন মনি।
আদালত সূত্র জানায়, চাঁচড়া ডালমিল এলাকার সেলিম হোসেনের মেয়ে দোয়েলকে প্রায় সময় উত্তক্ত করতো আসামি লিমন হোসেন। স্কুলে যাতায়াতের পথে অশালীন কথাবার্তা বলতো। বিষয়টি দোয়েল তার পরিবারকে জানায়। এরপর সেলিম হোসেন এসব কাজ না করার জন্য লিমনকে অনুরোধ করে। এতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠে লিমন। গত ২১ মার্চ রাত ১০ টার পর সেলিম হোসেন ডালমিল এলাকায় পৌছালে লিমনসহ অন্যরা শামিমের উপর হামলা চালায়। এসময় চাকু দিয়ে বিভিন্ন স্থানে আঘাত করে সেলিমকে জখম করে। পকেটে থাকা ব্যবসার ৫২ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে, এ ঘটনায় গত ২৩ মার্চ সেলিম হোসেনের স্ত্রী শামিমা আক্তার বাদী হয়ে ওই তিনজনসহ অজ্ঞাত আরও ৫/৬জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এতদিন আসামিরা পলতক থেকে বুধবার আত্মসমর্পণ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।