যশোর প্রতিনিধি
পেট্রাপোল এক্সপোর্ট ইমপোর্ট সমন্বয় কমিটির উদ্যোগে ভারতের বনগাঁ কালীতলা পার্কিং এর অস্বাভাবিক পার্কিং চার্জ বৃদ্ধির প্রতিবাদে এবং দাবীসমূহ আদায়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৫ থেকে সমস্ত সংগঠনের পক্ষ থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প মোড়ে কর্মসূচী শুরু হয়ে ঐখান থেকে ক্যালট্যাক্স পাম্প হয়ে কালিতলা পার্কিং এ যায়। উল্লেখ্য বর্তমানে কালীতলা পার্কিংটি রা মেজ্য সরকারের পরিবহন অধিদপ্তরের অধীনে রয়েছে। পেট্রাপোল এক্সপোর্ট ইমপোর্ট সমন্বয় কমিটি কর্তৃক উত্থাপিত দাবীসমূহেরর মধ্যে রয়েছে পূর্বের ন্যায় পার্কিং চার্জ রাখতে, কোনো চার্জ বৃদ্ধি করা যাবে নাা, গাড়ী এন্ট্রি করার পর গাড়ী রাখার দায়িত্ব ভারপ্রাপ্তঃ অপর আঞ্চলিক আধিকারিককেই নিতে হবে।বনগাঁ মিলনপল্লি পার্কিং এ First Come First Serial System এ এন্ট্রি এবং এক্সিট এর ব্যবস্থা চালু করার দাবি,পচনশীল দ্রব্য ছাড়া কোন গাড়ীকে স্পেশাল পারমিশন দেয়া যাবে না।
উল্লেখ্য থাকে যে, পূর্বে পার্কিং চার্জ প্রতিদিন ৮০ টাকা রাখা হলেও বর্তমানে ২০০ টাকা রাখা হচ্ছে এবং প্রতি ঘন্টার জন্য ২০ টাকা করে দিতে হচ্ছে। #