যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত  থেকে চুরি করে পালাবার সময় চোর গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ৫ম তলা নির্মানাধীন লিফট সংলগ্ন বারান্দা থেকে অগ্নি নির্বাপক যন্ত্রের চেকবল চুরি কালে আবুল বাশার নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে। সে যশোর সদর উপজেলার শেখহাটি (জামরুলতলা) গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। এ ঘটনায় মঙ্গলবার ১ মার্চ রাতে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেন,যশোরের মণিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের বর্তমানে যশোর শ হরের আব্দুল হালিম সড়ক,ষ্টেডিয়াম পাড়ার আফিল উদ্দিনের ছেলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির বিপ্লব আহমেদ।
মামলায় বাদি বলেন,মঙ্গলবার ১ মার্চ বিকেল সাড়ে ৪ টায় অফিসের প্রহরী বদরুল আলম, মালি সাইদুর রহমানকে বাদি বললে তারা ১০তলা ভবনের (উক্ত ভবনের ৪র্থ তলা পর্যন্ত চালু এবং ৫ম তলা হতে ১০ তলা নির্মান কাজ চলমান) তারা দু’জন ৫ম তলা সিড়ি দিয়ে উঠার সময় একজন ব্যক্তিকে ৫ম তলা পর্যন্ত নির্মানাধীন লিফট সংলগ্ন বারান্দা হতে কাধে একটি কালো রংয়ের ব্যাগ নিয়ে দৌড়ে নিচে নামা অবস্থায় সন্দেহ হলে বদরুল ও সাইদুর রহমান থামিয়ে তার পরিচয় জানতে চাইলে এবং তার কাধে ঝুলানো ব্যাগে কি আছে জানতে চাইলে উক্ত ব্যক্তি অসংলগ্ন কথা বলতে থাকে। তারা বাদিকে মোবাইল ফোনে জানালে বাদি আরো দু’জনকে নিয়ে উক্ত ব্যক্তির কাছে আসে। উক্ত ব্যক্তির কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে অগ্নি নির্বাপক কল্ট্রোলবক্সের মধ্যে থাকা চেকবল উদ্ধার করে। পরে কোতয়ালি মডেল থানায় সংবাদ দিলে পুলিশ এসে চোর আবুল বাশারকে হেফাজতে নেয়