যশোরে কলেজ ছাত্র হত্যার অভিযোগে  অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার কারবালা পুকুর পাড়,খড়কী ৫নং ওয়ার্ডে কলেজ পড়–য়া শিক্ষার্থী রাকিবুল ইসলাম (২১) কে  গত ৫ জানুয়ারী বুধবার সকাল ১১ টায় হত্যার ঘটনায় বুধবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের আনিসুর রহমান ওরফে মনা মিয়ার স্ত্রী রুপালী বেগম।
বাদির ছেলে রাকিবুল ইসলাম আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাণ কলেজে মার্কেটিং বিভাগে ২য় পর্ষের ছালত্র ছিলেন। সে যশোর শহরের মিলন তাহনান ছাত্রাবাসে ৪র্থ তলায় সে থেকে পড়াশুনা করে। চতুর্থতলায় রাজু, নুর আলম, সাজ্জাদ হোসেন, নুরুল আহাদ,রিয়াদ,কামরুল আলমসহ উল্লেখিত আসামীরা একত্রে থাকতো। গত ৫ জানুয়ারী বুধবার আনুমানিক ১১ টায় বাদির ছেলে রাকিবুল ইসলাম  তার ব্যক্তিগত মোবাইল নাম্বার থেকে গ্রামের আব্দুল জলিল মোল্লার মোবাইলে ফোন করে মিলন তাহনান ছাত্রাবাস যশোর থেকে রাজু ফোন করে জানায়, রাকিবুল ইসলাম গুরুতর অসুস্থ্য এবং তাকে তাহারা রাজুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছে। বাদি হাসপাতালে যেয়ে ছেলের লাশ দেখতে পান। পরে এ ঘটনায় অপমৃত্যু মামলা হয় থানায়। পরবর্তীতে পোষ্ট মর্টেম রিপোর্টে আসে তাকে আঘাত জনিত কারনে মৃত্যু হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ মামলা নিয়ে গড়িমসি করে। পরে আদালতে এজাহার দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ নিয়মিত মামলা করতে বাধ্য হন।