যশোর প্রতিনিধি
কোতয়ালী মডেল থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ে আলাদা অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও ৪ শতাধিক গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের টিবি ক্লিনিক মোড়ের মৃত মুনসুরের ছেলে আব্দুল করিম,বকচর হুশতলার শেখ রেজাউলের ছেলে শেখ অনিক ও সদর উপজেলার নারাঙ্গালী,শের আলীর মোড়ের মৃত আবজেলের ছেলে আমিন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা সোমবার ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টায় ধর্মতলা ছুটিপুর রোডস্থ নারাঙ্গালী বাজারের উত্তর পাশের্^ জনৈক খোকন এর মার্কেটের দক্ষিণ দিক হতে ৫নং কক্ষের ভাড়াটিয়া আমিন এর ঘর হতে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে,কোতয়ালি মডেল থানা পুলিশ সোমবার ২১ ফেব্রুয়ারী রাত সোয়া ১১ টায় বকচর হুশতলা কবরস্থান এর সামনে শেখ অনিককে ২শ’ গ্রাম গাঁজা ও কোতয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী ভোর পৌনে ৫ টায় শহরের টি বি ক্লিনিক মোড়স্থ শেখ আজাহার আলী হোটেলের সামনে থেকে আব্দুল করিমকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী আদালতে সোপর্দ করে।#