যশোর প্রতিনিধি
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি এ জহুরুল ইসলাম (১৬) নামে এক কিশোর গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জহুরুল ইসলাম পাবনার আতাইখোলা উপজেলার বামনডাঙ্গা গ্রামের জেলাল মন্ডলের পুত্র। শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মন্জুরুর ইসলাম বেলা পৌনে ১২ টায় জহুরুল ইসলামকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই জহুরুলের মৃত্যু হয়েছে। তার গলায় ফাস দেয়ার দাগ রয়েছে। প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মন্জুরুল ইসলাম জানিয়েছেন,
ব্যারাকের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায ফাঁস দিয়ে জহুরুল আত্মহত্যার চেষ্টা করে। তখন উপস্থিত বন্দি অন্যান্য কিশোরীরা জানতে পেরে তাকে (মঞ্জুরুল ইসলাম কে) খবর দেয়।এ সময় তিনি ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আনা হলে এমার্জেন্সি কর্তব্যরত চিকিৎসক ইসিজি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা কোরিয়া মৃত্যু ঘোষণা করেন। তিনি আরো জানিয়েছেন,কিশোর জরুল ইসলাম আতাইকুলা থানার ২০২১ সালের ২১ নভম্বর তারিখের একটি হত্যা মামলা আসামি। যার নাম্বার ৮, ধারা ৩০২,২০১,৩৭৯,/৩৪ জিআর ১৪১। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে ওই কর্মকর্তা জানাতে পারেননি। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে এর আগেও এ রকম একাধিক ঘটনা ঘটেছ। এখানকার পরিস্থিতি নিয়ে স্থানীয় লোকজনের ভেতর অসন্তোষ রয়েছে। এ কেন্দ্রে ভার সৎ ও মানবিক কর্মকর্তা প্রয়োজন বলে স্থানীযরা অভিমত ব্যাক্ত করেছেন