যশোর অফিস
যশোরের খোলাডাঙ্গা এলাকা ৩য় লিঙ্গের আব্দুল কাদের ওরফে লাভলী ওরফে লাবনী হত্যা মামলার অন্যতম আসামি জিয়াউর রহমান ওরফে জিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল হত্যা মামলায় দুই দিন ও অস্ত্র আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি জিয়াউর রহমান সদর উপজেলার দোগাছিয়া গ্রামের মৃত আনসার গাজীর ছেলে।
এরআগে মামলার তদন্ত কর্মকর্তা হত্যা ও অস্ত্র পৃথক দুই মামলায় ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার পৃথক শুনানি শেষে বিচারক হত্যা মামলায় দুই দিন ও অস্ত্র আইনের মামলায় তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি সকালে সদর উপজেলার নারাঙ্গালীতে গুলি চালিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয় লাভলীকে। এ ঘটনায় নিহতের বোন সেলিনা খাতুন পাঁচ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। পুলিশ চারআসামিকে আটক করে। এসময় হত্যায় ব্যবহিত চাকু, অস্ত্র ও গুলি উদ্ধার করে। এঘটনায় পুলিশ পৃথক আরেকটি মামলা করেন। পলাতক থেকে গত সপ্তাহে জিয়াউর আদালতে আত্মসমর্পন করেন। এরপর পুলিশ পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।