যশোর প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা,ফাঁড়ী ও ক্যাম্পের পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল,ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া স্কুল পাড়ার মৃত শেখ ইদ্রিস আলীর ছেলে রেজাউল ইসলাম,যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টি (জনৈক সেলিমুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া) জলিলের ছেলে আরমান,গোলামপাড়া কাজীপাড়ার মৃত বাবর আলী শেখ এর ছেলে মজিদ শেখ ওরফে মনি,শহরের সিটি কলেজপাড়া বৌ বাজার,নতুন মসজিদের সামনে মৃত সামসুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম,বেনাপোল পোর্ট থানার রায়পুর পশ্চিম পাড়া (ঈদগাহ মাঠের পাশের্^) আব্দুর রহিমের ছেলে রাজিব হোসেন,শহরের রেলগেট পশ্চিমপাড়া (রেল বাবুর বাড়ির পাশের্^) মৃত আশরাফ আলী ছেদীর ছেলে বাদশা ও যশোরের মণিরামপুর উপজেলার পাড়দিয়া পশ্চিম পাড়ার জুলফিকার আলীর ছেলে এনামুল হক। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মাদক আইনে মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ী পুলিশ জানায়,সোমবার ২৪ জানুয়ারী রাত সাড়ে ৯ টায় শহরের ষষ্টিতলা বুনোপাড়াস্থ জাহাঙ্গীর আলমের বাড়ির পূর্ব পাশের্^ ফাকা জায়গা থেকে বাদশা ফয়সাল এনামুল হককে ৮ বোতল ফেনসিডিল,একই ফাঁড়ীর পুলিশ মঙ্গলবার ২৫ জানুয়ারী সকাল ১০ টায় সদর উপজেলার পুলেরহাট বাজারস্থ কিশোর উন্নয়ন কেন্দ্র বালক গামী রাস্তার মাথায় বেনাপোল সড়কে রাজিব হোসেনকে ১ কেজি গাঁজা,চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার ২৪ জানুয়ারী রাত পৌনে ৯ টায় ঝুমঝুমপুর গ্রামস্থ যশোর নড়াইল সড়কের সদর উপজেলার পুরাতন গেটের মুখে জাহিদুল ইসলাম ১শ’ গ্রাম গাঁজা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের সদস্যরা মঙ্গলবার ৭ জানুয়ারী সকাল ৭ টা থেকে সাড়ে ৭ টার মধ্যে গোলামপাড়া কাজীপাড়া এলাকাস্থ জনৈক কুদুর বাড়ির ভাড়াটিয়া মজিদ শেখ ওরফে মনির বাড়িতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মজিদ শেখ ওরফে মনিকে গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা মঙ্গলবার ২৫ জানুয়ারী সকাল ৮ টা থেকে ৮ টা ৫০ মিনিটে পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টি এলাকাস্থ সেলিমুজ্জামানের বাড়ির নীচতলার ভাড়াটিয়া আরমানের ঘরে তল্লাশী চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা সোমবার সন্ধ্যা পৌনে ৮ টায় বড় ভেকুটিয়া গ্রামের মিশনপাড়া মুক্তেশ^রী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রেজাউল ইসলামকে ১৬০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করে।