যশোর প্রতিনিধি
পুলিশ আলাদা অভিযান চালিয়ে প্রায় এক কেজি গাঁজা ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে নারী মাদক স¤্রাজ্ঞী শিলি বেগমসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃরা হচ্ছে,যশোর সদর উপজেলার খামার বাগডাঙ্গা গ্রামের মৃত রওশন বিশ^াসের ছেলে শামিম উদ্দিন,যশোর শহরের চাঁচড়া রায়পাড়া কয়লা পট্টির সোহরাব হোসেন ছোট এর স্ত্রী ও মৃত মুন্সী মোরশেদ আলীর মেয়ে মাদক স¤্রাজ্ঞী শিলি বেগম,শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় মৃত হাজী শেখ মকবুল হোসেনের ছেলে আজগর আলী,সদর উপজেলার দোগাছিয়া আহসান নগর গ্রামের ওহাব আলীর ছেলে কামরুল হোসাইন,সদর উপজেলার বড় ভেকুটিয়া হঠাৎপাড়ার শেখ শফিয়ার রহমানের ছেলে আব্দুল কাইয়ূম ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে তাজমুল ইসলাম।
সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, শুক্রবার রাত সাড়ে ৮ টায় সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের জনৈক রেজাউল করিম এর কলাবাগানের ভিতর থেকে আব্দুল কাইয়ূম ও তাজমুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তাদের দখলে থাকা দেড়শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করে। সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা শুক্রবার সন্ধ্যারাতে শ্যামনগর গ্রামের কামরুল হোসাইনের শ^শুর নুর ইসলামের বাড়ির সামনে তাকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। কোতয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার দুপুরে শহরের রেলষ্টেশন সংলগ্ন ষষ্টিতলা মাইক্রো স্ট্যান্ডের মোছাঃ মর্জিনার বাড়ির সামনে থেকে আজগর আলীকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা ২২পিস ইয়াবা উদ্ধার করে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শুক্রবার দুপুর ১ টায় শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি রেডস্থ জনৈক সোহরাব হোসেন ছোট এর বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী শিলি বেগমকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ৫শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করে। এছাড়া,সাজিয়ালী পুলিশ ক্যাম্পের একটি টিম শুক্রবার রাত ৮ টায় বাগডাঙ্গা খামার পাড়া গ্রামের জনৈক আমির হোসেনের বাড়ির সামনে থেকে শামিন উদ্দিনকে ৩৭ পুরিয়া অর্থাৎ ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।#