যশোরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতারের ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি
ষ্টীলের তৈরী ধারালো বার্মিজ চাকুসহ সাইদ হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার ৯ নং আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামস্থ মধ্যপাড়ার নওয়াব আলী সরদারের ছেলে। এসময় তার সহযোগী অজ্ঞাতনামা ৬/৭জন পালিয়ে গেছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ীর এসআই খায়রুল আলম জানান,সোমবার ২৭ ডিসেম্বর বিকেলে জরুরী ডিউটি পালনকালে গোপন সূত্রে খবর পান রঘুরামপুর গ্রামস্থ পশ্চিম পাড়া জনৈক গোলাম মোস্তফা এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর কতিপয় উঠতি বয়সের যুবকেরা নিজেদের ক্ষমতার দাপটে দেখানোর জন্য আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে জনমতে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। ওই খবরের ভিত্তিতে বিকেল পৌনে ৫ টায় উক্ত স্থানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে সাইদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার সহযোগী অজ্ঞাতনামা ৬/৭জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত সাইদ হোসেনের দখল হতে একটি স্টীলের তৈরী ধারালো বার্মিজ চাকু উদ্ধার করে। গ্রেফতারকৃত সাইদ হোসেনকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়।#