যশোর প্রতিনিধি : যশোরের আরবপুর ইউনিয়নের নৌকার প্রার্থীর বিরুদ্ধে একযোগে দুই স্বতন্ত্র প্রার্থী প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা হলেন, সস্য বহিস্কৃত যুবলীগ নেতা খন্দকার ফারুক আহমেদ বাবু ও আসাদুজ্জামান খোকন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, রেজাউল ইসলাম, স্বপন কুমার বিশ্বাস, অবায়দুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে প্রার্থীদ্বয় অভিযোগ করেন, ২০ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর ওই সন্ধ্যায় বিভিন্ন বাজারে গণসংযোগ শুরু করি। এক পর্যায়ে নৌকা প্রতীকের প্রার্থী মীর আরশাদ আলীর ছেলে মীর ফিরোজের নেতৃত্বে ১৪/১৫ জনের একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমাকে আঘাত করে আহত করে। তাছাড়াও রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম, মুজিবুর রহমান, মনা ও আব্দুর রহিম নামে আমার ৫ সমর্থক গুরুতর আহত হন। প্রার্থীরা আরও অভিযোগ করেন, প্রতীক বরাদ্দের আগে থেকেই নৌকার প্রার্থী ও তার সন্ত্রাসীরা আমাদেরকে নানা হুমকি-ধামকি দেয়া অব্যাহত রেখেছে। বিষয়গুলো জানিয়ে আমরা থানায় অভিযোগ করলেও, অদ্যাবধি পুলিশ মামলাটি রেকর্ড করেনি। এমনকি এ ব্যাপারে তারা কোন পদক্ষেপও গ্রহণ করছে না। এতে আমরাসহ সাধারণ ভোটাররা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি