যশোর প্রতিনিধি: অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরের বেজপাড়া ও শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপারের সভাকক্ষে সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলো, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মৃত আনজু শেখের ছেলে শরিফুল ইসলাম (৩৫), শংকরপুর গোলপাতা মসজিদের সামনের আবুল কাশেমের ছেলে এসএম আল মাসুদ বাপ্পা (৩৫) এবং দুলাল মিয়ার ছেলে শেখ শোভন (২৭)।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাংগীর আলম জানিয়েছেন, রোববার রাতে শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তলসহ শরিফুল ইসলামকে আটক করা হয়। শরিফুল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনসহ আরো তিনটি মামলা আছে।
এছাড়া চাঁচড়া চেকপোস্ট এলাকায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে বাপ্পা ও শোভনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫ বোতলে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বাপ্পার বিরুদ্ধে থানায় আরো দুইটি এবং শোভনের বিরুদ্ধে হত্যাসহ আরো ৪টি মামলা আছে।
জেলা পুলিশ সুপারের সভাকক্ষে প্রেস ব্রিফিং এ উপস্হিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার” ক” সার্কেলের বেলাল হুসাইন, যশোর ডিবির ওসি রুপম কুমার সরকার, যশোর কোতয়ালী মডেল থানার ইন্টটেলিজেন্স এর ইন্সপেক্টর শাহজাহান আহমেদ। #
যশোরে রোববার রাতে সর্বনিম্ন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
যশোর অফিস : যশোরে রোববার রাতে সর্বনিম্ন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। গত বছর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এবার মৌসুমের শুরুতেই গত বছরের রেকর্ড ভেঙ্গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, জেলায় বর্তমানে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে চলেছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এসময়ে তাপমাত্রা আরও কমে যেতে পারে। এদিকে প্রচন্ড শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বেশী বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা। বিমান বাহিনীর যশোরের মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রোববার থেকে যশোরেও ওপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে শুরু করেছে। ওইদিন রাতে জেলায় সর্বনিম্ন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরঅঅগে শনিবার সকালে যশোরের তাপমাত্রা ছিলো ১১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। ওই দিন রাত থেকেই কমতে শুরু করে তাপমাত্রা। যা রোববার গত মৌসুমের চেয়েও ০.২ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে যায়। সূত্রটি জানিয়েছে এ অবস্থা আরও কয়েকদিন বিরাজ করতে পারে। এসময়ে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া বাতাসের গতিবেগ ঘন্টায় ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে দিনের বেলা তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থাকতে পারে। যা ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এসময়ে কুয়াশাচ্ছন্নও হতে পারে দিনের বেলা