যশোর প্রতিনিধি : যশোরের চুড়ামনকাটিতে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, সদরের ছাতিয়ানতলা গ্রামের সফিয়ার রহমানের ছেলে আবু সাঈদ (৩৬), মৃত আব্দুল করিম দফাদারের ছেলে দিপু (৪৫) ও মজ্ঞুর হাসান লিপু (৩০), হাবিবুর রহমানের ছেলে মো. হাদি (২৭), জগহাটি গ্রামের মৃত নূর আলী মল্লিকের ছেলে আব্দুল আলিম (৪০), মৃত আব্দুস সামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৪), বাগডাঙ্গা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪৭)। এরা সকলেই নৌকার প্রার্থী মো. দাউদ হোসেনের সমর্থক। এদিকে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান মুন্নার সমর্থক ছাতিয়ানতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে মারুফ হোসেন (২০), আবুল কাশেম বিশ্বাসের ছেলে সাইমুল ইসলাম (৩৮), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হান্নান আহত হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। নৌকার প্রার্থী মো. দাউদ হোসেন অভিযোগ করেছেন,তিনি যশোর বিমান বন্দর থেকে কর্মী ও সমর্থকদের নিয়ে বেলা ১২টারদিকে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সামনে যান। এসময় বিদ্রোহী চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার সমর্থকরা হঠাৎ হামলা চালায়। এতে আমার অন্তত ১২-১৩ জন সমর্থক আহত হয়েছেন। যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তারেক আহমেদ শামস জানান, ধারালো ও ভোতা অস্ত্রের আঘাতে জখম হয়ে বেশ কয়েকজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ৯ জনকে ভর্তি করা হয়েছে। তারা সকলেই আশংকামুক্ত রয়েছে। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কেউ অভিযোগ দিলে আইনানুযায়ী পদক্ষেপ নেয়া হবে।#