বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা বুধবার ও বৃহস্পতিবার সকালে আলাদা অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ও দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের রাজা বরদাকান্ড রোডের মত করিম শেখ ও পালক পিতা আকমল শেখ এর ছেলে মারুফুল ইসলাম জীবন ও বাগেরহাট জেলার সদর উপজেলার পাটলাপাড়া দিঘির পাড় বর্তমানে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া বিমান অফিস,পুলিশ লাইন রোড (জনৈক বেনজার হোসেন এর বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল গণি হাওলাদারের ছেলে বারেক হাওলাদার।
কোতয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানাগেছে, ৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল কোতয়ালি মডেল থানার এক এএসআই গোপন সূত্রে খবর পেয়ে শহরের রেলষ্টেশন মোড়স্থ আল আমিন হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মারুফুল ইসলাম জীবনকে ২৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৭ হাজার টাকা উদ্ধার করে। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা বুধবার ৩ নভেম্বর সন্ধ্যায় উপশহর বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড ব্রীজের পূর্ব পাশের্^ ঢাকা রোডের উত্তর পাশের্^ অভিযান চালিয়ে বারেক হাওলাদারকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।#