যশোরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের কোপে স্বর্ণ ব্যবসায়ী জখম 

Share

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার সাজিয়ালি গ্রামের পাকার মাথা থেকে আশরাফুল (৩০) নামে এক স্বর্নের দোকানদারের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করেছে,ছিনতাইকারীরা এসময় তাকে কুপিয়ে রক্তাক্ত জখম  করেছে। তিনি এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাতে এঘটনা ঘটে।
আহত স্বর্ণ ব্যবসায়ী উপজেলার গোবিলা গ্রামের
আয়নালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আশরাফুল একজন স্বর্ণের দোকানদার প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি যাবার পথে অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী মুখ বাধা অবস্থায় সাজিয়ালি গ্রামের পাকার মাথায় আশরাফুলকে গতিরোধ করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্তন জখম করে নগদ ত্রিশ হাজার টাকা ও স্বর্ণ এবং কাছে থাকা সকল মালামাল ছিনতাই করে নিয়ে যায়।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে সে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। বর্তমান তিনি হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসাধীন।
সাজিয়ালী ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা ও ডিবির টিম একসাথে আসামি আটকের জন্য কাজ করছি।

Read more