যশোর প্রতিনিধি: যশোরে এক কিশোরীকে গণধর্ষণ ও ৬ মাসের অন্ত:সত্বার ঘটনায় থানায় মামলা হয়েছে। অনিক নামে এক কিশোরকে এই মামলার আসামি হিসেবে পুলিশ আটক করেছে। অনিক সদর উপজেলার দৌলতদিহি গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট অ্যান্ড কমিউনিটি পুলিশিং) শেখ শাজাহান আহম্মেদ জানিয়েছেন, গত ১০ মার্চ দৌলতদিহি গ্রামের ১৫ বছর বয়সের এক কিশোরীকে তার বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে তিন কিশোর। এরপর ওই কিশোররা বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়া তাকে। এক পর্যায়ে ভয়ে বিষয়টি কাউকে বলেনি কিশোরী। সম্প্রতি ওই কিশোরীর শারীরিক গঠন এবং অসুস্থ্যতা দেখে তার মা জানতে চায়। এরপরও স্বীকার না করায় তাকে পরিবারের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ওই কিশোরী সাড়ে ৬মাসের অন্ত:সত্বা বলে জানা যায়। পরে বিষয়টি তার মায়ের কাছে স্বীকার করে কিশোরী। এই ঘটনায় স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে গত ১৮ সেপ্টেম্বর ওই কিশোরীর মা কোতোয়ালি মডেল থানায় আটক অনিকসহ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা করেন। পুলিশ অনিককে আটকের পর গতকাল রোববার আদালতে সোপর্দ করে। এই ঘটনার সাথে জড়িত অন্য দুইজনকে এখনো আটক করতে পারেনি।
এদিকে এই ঘটনায় গতকাল আদালতে জবানবন্দি দিয়েছে ভুক্তভোগী কিশোরী।