যশোরে ট্রাকের ধাক্কায় অটো বাইকের চালকসহ হতাহতের ঘটনায় মামলা

Share

বিশেষ প্রতিনিধি
যশোর শহরতলী মুড়োলী মোড়ে দ্রুত গামী ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত অটো বাইকের চালক শাহাদৎ (৫৫) নিহত ও কমবেশী ৩ জন আহতর ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার ২৫ জানুয়ারী রাতে অজ্ঞাতনামা ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা করেছে নিহতর জামাতা যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের তোলা গোলদারপাড়ার শফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম।
মামলায় জামাতা উল্লেখ করেন, গত ২৪ জানুয়ারী শুক্রবার সকাল ৯ টায় শ^শুর শাহাদৎ  অটো রিকশা যশোর শহরের উদ্দেশ্যে রওয়ানা হয়। সারাদিন অটো চালিয়ে ওই দিন রাত অনুমানিক পৌনে ১১ টার সময় অটোতে অজ্ঞাতনামা ৩/৪জন যাত্রী নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য মুড়লী মোড়ে ইসলাম নগর শাহি জামে মসজিদ এর সামনে পৌছালে পিছন থেকে একটি বেপরোয়া গতি সম্পন্ন ট্রাক স্বজোরে অটো বাইকের ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। তখন অটো বাইকের চালক শাহাদৎ সহ কমবেশী ৪ জন গুরুতর আহত হয়। আহতের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে শাহাদৎকে জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। বাকীদের চিকিৎসার ব্যবস্থা করেন। শাহাদৎ সদর উপজেলার তোলা গোলদারপাড়ার মৃত মুজিদ শেখ এর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক ট্রাকের সন্ধান করতে পারেনি।

Read more