যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত 

Share

যশোর প্রতিনিধি 
যশোরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আশাদুল হক আশা নামে একজন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। এ সংঘর্ষে আশার বড় ভাই মহিদুল ইসলামও গুরুতর আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার (১০ মে) বিকেল ৫টার দিকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারের জামতলা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আশাদুল হক আশা (৪০) ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাউল হকের ছেলে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হামলা মামলার কারণে তিনি ওমানে পাড়ি জমিয়েছিলেন। ৩৬ দিন আগে তিনি দেশে ফেরেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় নিহতের বোন নাসিমা বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেছেন,  পুলিশ ইতমধ্যে এজাহারনামীয় ৬জনকে আটক করেছে।
আশার স্বজন ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগের শাসনামলে হামলা, নির্যাতন ও মামলার কারণে বাড়ি বিক্রি করে এলাকা ছাড়েন আশা। এরপর পরিবার নিয়ে বেনাপোলে বসবাস শুরু করেন। সর্বশেষ তিনি ওমানে পাড়ি জমান।
৩৬ দিন আগে গত ৫ এপ্রিল তিনি ওমান থেকে দেশে ফেরেন এবং এলাকায় আসেন। শনিবার বিকেলে জামতলা মোড় স্থানীয় বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মহিদুল। এ সময় বিপ্লবের নেতৃত্বে বিএনপির অপর একটি পক্ষ তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আশা ও মহিদুল।
প্রত্যক্ষদর্শী মহিদুল ইসলামের ছেলে শান্ত ইসলাম বলেন,আমার বাবা ও চাচাকে মোহন, নসু, বিপ্লব, সাদ্দামসহ পাঁচজন মিলে কুপিয়ে আহত করে৷ পরে তাদেরকে ভ্যানে দড়ি দিয়ে বেঁধে হাসপাতালে পাঠানো হয়। চাচার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আটলিয়া গ্রামের এক বাসিন্দা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জামতলা বাজারে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা চলে আসছিল। এর জের ধরেই এ সংঘর্ষ ও হত্যাকাণ্ড।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, বাজার দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় ছয় আসামিকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে ,যশোর ঝিকরগাছা হচ্ছে ছুটিপুর জামতলা গ্রামের মহিদুল ইসলামের ছেলে রাকিব হোসেন (২২), কাগমারি মাঝপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে অলিয়ার রহমান (৫৫), কাকমারী দক্ষিণপাড়া গ্রামের মৃত তফসির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৩২), মোহাম্মদপুর গ্রামের হোসেন আলীর ছেলে আরব আলী (৪৮), একই এলাকার হোসেন আলীর ছেলে জনাব আলী (৪৮), ছুটিপুর গ্রামের মৃত দবির উদ্দিনের মন্ডলের ছেলে আহমেদ আলী,(৬৫)কে আটক করে।

Read more