আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

Share

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১০ জন।এতে টেঁটা ও বন্দুকযুদ্ধে প্রাথমিকভাবে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে আলমগীর হোসেন এবং আলী আহমেদ একই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরেই সকালে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

গুরুতর আহতাবস্থায় আলমগীর হোসেন নামের একজনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরজনক ঢাকায় নেয়ার পথে মারা যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত বলা যাবে।

Read more