যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল,এটিএম আজহারের মুক্তি ও জুলাই গণহত্যার বিচারের দাবি

Share

যশোর প্রতিনিধি 
জুলাই গণহত্যা,শাপলা চত্বরে হত্যাকাণ্ড,পিলখানা হত্যা এবং ফ্যাসিবাদ আমলে গুম-খুনের বিচারসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার জেলা শাখার উদ্যোগে জজকোর্ট মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মণিহার জিরো পয়েন্টে মিছিলটি শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবির যশোর শহর সভাপতি আহমেদ ইব্রাহিম। বক্তব্যে তিনি এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও সকল রাজনৈতিক মামলার প্রত্যাহার দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে গঠিত মামলায় জামায়াত-শিবির নেতাদের দমন করছে এবং বিচার প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট।
তারা অবিলম্বে রাজনৈতিক বন্দিদের মুক্তি ও সকল গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

Read more