যশোর শংকরপুর পুরে মারপিটের  ঘটনার এক বছর পর থানায় মামলা 

Share

যশোর প্রতিনিধি
জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব শত্রুতার জেরে যশোর শহরের শংকরপুর সরকারি মুরগীর খামার এলাকায় উসমান কাজী নামে এক ব্যক্তিকে মারপিটে জখম এবং বাড়ি ঘর ভাংচুর ও লুটের ঘটনার প্রায় এক বছর পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। উসমান কাজীর স্ত্রী শারমিন আক্তার সুমা তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে মামলাটি করেন।
আসামিরা হলো, শংকরপুর মুরগীর খামারের পেছনের রেলপুকুরের দক্ষিণ পাড়ের মৃত মনা কাজী ছেলে ইকবাল হোসেন চাঁচড়া রায়পাড়ার মৃত রহিম ওরফে টাক রহিমের ছেলে শুকুর আলী (৩৮) এবং শংকরপুর মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া মুজাহিদ (৪০)।
এজাহারে সুমা উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার স্বামীর আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সে কারনে প্রায় সময় তাকে হুমকি দিতো। ২০২৪ সালের ৪ মে সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা তার বাড়ির মধ্যে ঢোকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। নিশেধ করলে তাকে মারপিটে জখম করে। এক পর্যায়ে ঘরে তালা মেরে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে তারা সকলে হাসপাতালে ভর্তি হন। এই সুযোগে আসামিরা ঘটনার দিনে সন্ধ্যার দিকে পেছনের ঘরের টিন কেটে ঘরে ঢুকে সকল আসবাবপত্র ভাংচুর করে আড়াই লাখ টাকার ক্ষতি করে।
এছাড়া ঘরের মধ্যে রাখা ৪২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সে সময় তিনি ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে এলাকার লোকজন এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনার প্রায় এক বছর পর গত শুক্রবার রাতে থানায় মামলা করেন।

Read more