দিনাজপুর: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি কৃষককে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক হওয়ার প্রায় আট ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হলো।
একইসঙ্গে বিজিবি দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে।
শুক্রবার (০২ মে) রাত ১০টার দিকে বিজিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়া সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুরে বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন কারুলিয়াপাড়া গ্রামের কয়েকজন কৃষক। এ সময় বিএসএফ সদস্যরা ওই এলাকার এনামুল ইসলাম (৫০) ও বনগাঁও এলাকার মাসুদকে (১৫) ধরে নিয়ে যায়।
এই ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। তাদের কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিজিবি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
সেই ভারতীয় দুই নাগরিক হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাটাডাড়ি অনন্তপুর এলাকার অভিনাত (২২) ও ফিলিপ সরেন (৩৩)।
ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বলেন, দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে দুই বাংলাদেশিকে ধরে নেয় বিএসএফ। আমরা বিষয়টি বিজিবিকে জানাই। এর মধ্যেই বাংলাদেশি যুবকেরা দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসেন। পরে আটক ভারতীয় নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এরপর বিজিবির পক্ষ থেকে ভারতের ৯১ বিএসএফ কাটাবাড়ি ক্যাম্পে দুটি চিঠি দেওয়া হয়। সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে সাড়া পাওয়ার পর ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।