যশোর সদরের তীরেরহাট গ্রামে বিশ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণির ছাত্র আকাশ (১১)কে হত্যাচেষ্টার শিকার হয়েছে। অভিযুক্ত মো. মেহরাব হোসেন,সে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং মাদকাসক্ত বলে জানা গেছে, আকাশকে নির্জন স্থানে নিয়ে নির্মম নির্যাতন চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দড়ির দুই প্রান্তে আরসি-কোলার বোতল বেঁধে আকাশের গলায় পেঁচিয়ে টানতে থাকে মেহরাব। আকাশ নিস্তেজ হয়ে পড়লে তার পিঠে বসে দড়ি আরও জোরে টানে। পরে মৃত ভেবে আকাশকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকরা জানিয়েছেন,আকাশের অবস্থা আশঙ্কাজনক। তার চোখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ঘটনায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে অভিযুক্তের প্রভাবশালী পরিবার হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি আকাশকে ‘গুম’ করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।