আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কী ব্রিজে ধাক্কা মারে একটি কনটেইনারবাহী জাহাজ। এতে সম্পূর্ণ ব্রিজটি ভেঙে পড়ে এবং ৬ জনের মৃত্যু হয়। এই ঘটনার রেশ না কাটতেই এবার ওকলাহোমা রাজ্যের আরকানস নদীর উপর নির্মিত ইউএস-৫৯ সেতুতে আঘাত করেছে একটি পণ্যবাহী বার্জ (মালবাহী জাহাজ)।
এ ঘটনার সেতুটিতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও সেতুর সঙ্গে যুক্ত হাইওয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ।
Nagad_Ad
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভালোভাবে সেতু-পরীক্ষা না হওয়া পর্যন্ত এতে যান চলাচল বন্ধ থাকবে।
স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্সে প্রচারিত ভিডিওতে দেখা যায়, সেতুর একটি কলামে সজোরে ধাক্কা মারে পন্যবাহী বার্জটি। তবে কী কারণে ওই সেতুটিতে বার্জের ধাক্কা লাগলো সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এরআগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কী ব্রিজে ধাক্কা মারে সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ডালি’। এতে সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পরে ব্রিজটি, যার একাংশ জাহাজের উপর গিয়ে পড়ে। সেই সময় সেতুতে একাধিক যানবাহন ছিল, সেগুলোও নদীতে পড়ে যায়।
সূত্র: এপি