যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় জোহর আলী (৪৮) পিতার নিহতের চার ঘন্টা পর পুত্র আক্তারুজ্জামান(২২) নিহত হয়েছে।
রবিবার বিকালে ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বল্লা কলোনীপাড়া নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটেছে। জোহর আলী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।
স্থানিয়রা ও পুলিশ জানায়, জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান পালসার মটরসাইকেল যোগে ঝিকরগাছায় যাচ্ছিল। পথিমধ্যে ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বল্লা কলোনীপাড়া নামক স্থানে পোছালে বাঁকড়াগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। যার নং- ঢাকা মেট্রো-এনএ১৫৪৩১০
পরে স্থানীয়রা এসে মারাত্নক আহত পিতা-পুত্রকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক পিতা জোহর আলীকে মৃত ঘোষণা করেন এবং পুত্র আক্তারুজ্জামানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। পরে পিতার মৃত্যুর চার ঘন্টা পর পুত্রের মৃত্যু ঘটনা নিশ্চিত করেন সেখানকার কর্মরত চিকিৎসক।
এদিকে পিতা পুত্রের এমন করুন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় একটি দেড় টনের পিকাপ আটক আছে৷ চালক পলাতক৷ লাশ দাফনের জন্য পরিবারেব নিকট দেওয়া হয়েছে৷