গাজীপুরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২ জন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এঘটনায় দুজন মারা গেলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ হয়ে চিকিৎসাধীন মনসুর (৩০) আজ শনিবার সকাল ৯টার দিকে মারা যান। গতকাল শুক্রবার মারা যান সোলাইমান মোল্লা (৪৫) নামের একজন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তরিকুল ইসলাম বলেন, মনসুর ঘটনার রাতে ১০০ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালের পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার সকালে মনসুর মারা যান।
গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাঁদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।