যশোরে কার্ভাডভ্যান বোঝাই মোবাইল টাওয়ারের ব্যাটারীসহ চুরি

যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া চেকপোষ্ট মন্ডলগাতী এলাকার পান্না ব্যাটারী লিমিটেড কোম্পানীর অফিসের পাশ  থেকে কোম্পানীর একটি কার্ভাডভ্যান বোঝাই মোবাইল টাওয়ারের ব্যাটারীসহ চুরি হয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেন,কৃষ্টিয়া জেলার কুমারখালী থানার মহেন্দ্রপুর গ্রামের বর্তমানে ওই কোম্পানীর এক্সিকিউটিভ মৃত আমির আলী সরদারের ছেলে আব্দুল হামিদ।

মামলায় তিনি উল্লেখ করেন,উক্ত কোম্পানীর ড্রাইভার শংকর ঘোষ কোম্পানীর একটি কার্ভাডভ্যান (পিকআপ) যার নাম্বার (ঢাকা মেট্টো-ম-১১-৩৪৭৭) কোম্পানীর কাজে ব্যবহার করে আসছে। গত ৭ মার্চ দিবাগত গভীর রাত সাড়ে ৩ টায় ড্রাইভার শংকর ঘোষ কোম্পানীল কাভার্ডভ্যান (পিকআপ) গাড়ী ও ১০৮পিস মোবাইল টাওয়ারের ব্যাটারী যার আনুমানিক মূল্য ৬লাখ ৫০ হাজার টাকা। উক্ত কাভার্ডভ্যা (পিকআপ) গাড়ী কোম্পানীর অফিসের পাশে রেখে তালা মেওে বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার সকাল ৭ টায় কোম্পানীর ডেলিভারী আবুল কালাম অফিসে এসে দেখে অফিসের পাশে রাখা উক্ত কোম্পানীর পিকআপ গাড়ী ও ১০৮পিস ব্যাটারী নেই। পরে তিনি উক্ত কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাসহ বাদিকে জানালে বাদিসহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তা উক্ত স্থানে যেয়ে দেখেন কাভার্ডভ্যানটি নেই। অফিসের পাশের ভবনে লাগানো সিসি টিভি ফুটেজ দেখে নিশ্চিত হন ৭ মার্চ ভোর রাত ৪ টা বেজে ১১ মিনিটে কাভার্ডভানের তালা ভেঙ্গে  চুরি করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাভার্ডভ্যান (পিকআপ) গাড়ীর সন্ধান ও মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।