যশোর প্রতিনিধি:
যশোর শহরের শংকরপুর আকবরের মোড় বিট পুলিশিং অফিসের সামনে থেকে চাকু ঠেকিয়ে একটি ব্যাটারী চালিত রিকশা ও নগদ টাকা ছিনতাইকালে স্থানীয় জনতা উজ্জল হোসেন নামে এক দস্যুকে ধারালো চাকুসহ আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করা করেছে। আটক উজ্জল যশোরের ঝিকরগাছা উপজেলার হরিনগর গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় নুরন্নবী মেম্বারের বাড়ির ভাড়াটিয়া ইয়াবার আলীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় দস্যুতা আইনে মামলা হয়েছে। পুলিশ দস্যু উজ্জল হোসেনকে চাকুসহ আদালতে সোপর্দ করেছে।
যশোর সদর উপজেলার বিরামপুর বাবু নওয়াপাড়া গ্রামের মৃত দুলাল চন্দ্রদের ছেলে মৃনাল কান্তি দে বৃহস্পতিবার ৫ আগস্ট রাতে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ব্যাটারী চালিত রিকশা চালিয়ে তিনি জীবন জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার দুুপুরে তিনি রিকশা চালিয়ে হোসনে আরা নামে একজন যাত্রী নিয়ে শংকরপুর আকবরের মোড়ের দিকে যাচ্ছিলেন। দুপুর দেড়টায় দিকে আকবরের মোড় বিট পুলিশিং অপিসের সামনে পৌছুলে উজ্জল হোসেন হাতে চাকু নিয়ে মৃনাল কান্তিদের রিকশাটি কেড়ে নেওয়া ও কাছে নগদ টাকা যা আছে তাই দাবি করে। রিকশা চালক মৃনাল কান্তি রিকশা ছেড়ে দৌড়ে আকবরের মোড়স্থ বিট পুলিশিং অফিসের সামনে এসে বিষয়টি জানায়। স্থানীয় লোকজন দ্রুত উজ্জল হোসেনকে চাকুসহ আটক করে রিকশাটি উদ্ধার করে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে রিকশা উদ্ধার ও উজ্জল হোসেনকে চাকুসহ হেফাজতে নেন। এঘটনায় মৃনাল কান্তিদের দায়ের করা মামলায় শুক্রবার ৬ আগস্ট দস্যু উজ্জল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়।