যশোর অফিস
যশোর সদরের সিতারামপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এক যুবককে লাঠি ও গাছি দা দিয়ে হামলা করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আহত যুবকের নাম আব্দুল আহাদ (৩০)। তিনি ফতেপুর ইউনিয়নের সিতারামপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,১১ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিরোধের জেরে আপন মামা শ্বশুর তার বাড়িতে এসে প্রথমে লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে গাছি দা দিয়ে আব্দুল আহাদের বাম হাতের কনুইয়ের ওপর আঘাত করলে তিনি রক্তাক্ত কাটা জখম হন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।