আলুর ক্ষেতে পড়েছিল ৩টি শুটারগান; উদ্ধার করলো র‌্যাব

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পরিত্যাক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল। বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার বক্তারপুর এলাকার একটি আলুর ক্ষেত থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১ফেব্রæয়ারি) সকাল ১০টায় র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাত সোয়া ১১টার দিকে নওগাঁ জেলার সদর থানার বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অজ্ঞাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার চাকলা-শ্যামপুর রাস্তার পাশে আলুর ক্ষেতে ৩টি ওয়ান শুটারগান ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ওয়ান শুটারগানগুলো সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।