বেনাপোল  কাষ্টমসে শুল্ক গোয়েন্দার অভিযানে ৭৬ হাজার ৪ শ ডলার সহ নারী যাত্রী আটক

যশোর প্রতিনিধি যশোরের বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশি করে৭৬ হাজার৪শ ডলার সহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। আটক পাসপোর্ট যাত্রীর নাম নাসরিন আক্তার। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিন এর মেয়ে। আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় তাকে আটক করা হয়।

বেনাপোল শুল্ক গোয়েন্দা কর্মকর্তা কামাল হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি ভারত ফেরত এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে ভিতর অবস্থান করে। নারী যাত্রী বেনাপোল ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার স্বীকারোক্তি মোতাবেক তাঁর বহনকৃত ব্যাগ থেকে উল্লেখিত ডলার ডলার উদ্ধার করা হয়। পাসপোর্ট নং-A11322220। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লক্ষ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি

এ বিষয়ে শুল্ক কাষ্টম গেয়েন্দা রাজস্ব কর্মকর্তা মোজাম হোসেন জানান  যে কোন যাত্রী নির্দিষ্ট পরিমান ডলার আনা নেওয়া  করতে পারে। ঘোষনা দিয়েও ডলার আনা যায়। তবে ভারত ফেরত  ঐ যাত্রী কোন ষোষনা না দিয়েই এই ডলার  আনেন।  অবৈধ ভাবে  ডলার আনার অভিযোগে তাকে ডলারসহ আটক দেখানো হয়েছে।#